মারকাযুস সুফফাহ একাডেমি — এক অনন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, যা গতানুগতিক ধারার কোর্সের সীমাবদ্ধতা অতিক্রম করে আহলে সুফফাহর আদর্শে গড়ে উঠেছে। রাসূলুল্লাহ ﷺ-এর প্রিয় সাহাবীগণ যেমন সুফফাহর বারান্দায় বসে রাসূলুল্লাহ ﷺ-এর সোহবতে থেকে দ্বীনি ইলম ও তাকওয়ায় পরিপূর্ণ হয়েছিলেন এবং সমগ্র বিশ্বে দাওয়াহর আলো ছড়িয়ে দিয়েছিলেন—আমরা সেই মহিমান্বিত ধারারই অনুসরণ করি।
আমাদের লক্ষ্য, প্রতিটি তালিবে ইলমকে উস্তাযদের সোহবতে রেখে ইলমের প্রাথমিক স্তর থেকে ধাপে ধাপে ইলমের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়া। তাদের সাথে ইলমের সম্পর্ক হবে অটুট – মৃত্যু পর্যন্ত অবিচ্ছিন্ন।
চলমান বিভাগ সমূহ

ভর্তি চলছে
06 Month
3 Days
1-1.5 Hours

মারকাযুস সুফফাহ একাডেমির বিশেষত্ব !
আহলে সুফফাহ: সোনালি ইতিহাসের দীপ্ত অনুপ্রেরণা।
তাঁরা ছিলেন রাসূলুল্লাহ ﷺ–এর ঘনিষ্ঠ সাহাবীগণ। যাঁরা দুনিয়াবি অর্থে ছিলেন সাধারণ মানুষ — কেউ ব্যবসায়ী, কেউ কৃষক, কেউবা সেনানায়ক। তবুও তাঁরা জীবনের ব্যস্ততা ভুলে রাসূলুল্লাহ ﷺ–এর দরবারে বসতেন।দ্বীনের প্রতিটি শিক্ষা হৃদয়ে ধারণ করতেন। আর এভাবেই সেই ছোট্ট সুফফাহ'র বারান্দা থেকে ইলম, তাকওয়া ও দাওয়াহর সূর্য উদিত হয়ে ছড়িয়ে পড়েছে গোটা দুনিয়ায়।
সম্পূর্ণ নিজস্ব সিলেবাসে দেশের শীর্ষস্থানীয় আলেম ওলামাদের তত্ত্বাবধানে পরিচালিত।
স্থানীয় ও জাতীয় পর্যায়ে অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে পাঠদান চলমান।
প্রাথমিক পর্যায় থেকে উচ্চতর দ্বীনি ইলম শিক্ষা
আমরা এমন একটি সুযোগ তৈরি করতে চাই, যেখানে ব্যস্ত জীবনের মাঝেও দ্বীনি ইলম অর্জন সম্ভব হয়। একজন তালিবে ইলম ধাপে ধাপে ইলমের প্রাথমিক স্তর থেকে শুরু করে জীবনের শেষদিন পর্যন্ত দ্বীন শিখে যেতে পারেন ইনশাআল্লাহ।
ইসলামী দৃষ্টিকোণ থেকে পাঠক্রম
আমাদের প্ল্যাটফর্ম এমনভাবে সাজানো, যেখানে একজন সাধারণ শিক্ষার্থী সময়োপযোগী পাঠক্রমে তাহকীকভিত্তিক ইলম, চরিত্র গঠন ও আত্মিক পরিশুদ্ধি–সবকিছু একত্রে লাভ করতে পারে।
সবার জন্য উন্মুক্ত সুযোগ
অর্থনৈতিক দৈন্যতা বা সাময়িক অসুবিধায় সর্বোচ্চ ছাড়ে অধ্যয়নের সুযোগ থাকছে। এক্ষেত্রে ইলম অর্জনের উদ্দেশ্যে নিয়ত বিশুদ্ধ রাখা আবশ্যক।
দ্বীনি পরিবেশ ও শালীনতা বজায় রাখা:
একাডেমির দ্বীনি পরিবেশ নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর। মাহরাম – নন মাহরাম নিয়ে আমরা সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা রাখি।
শিক্ষার্থীরা আমাদের সম্পর্কে কী বলে?

"বাংলার জমিনে "মারকাযুস সুফফাহ্ একাডেমি" ইসলামের জন্য এগিয়ে যাক, যারা এর জন্য পরিশ্রম দিয়ে, অর্থ দিয়ে এবং দুআ করে সাহায্য করছেন আল্লাহ তাদের সকলকে কবুল করুন। বিশেষ করে আমার উস্তাদজি, শ্রদ্ধেয় শুয়াইব হাবীব। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের পথে প্রতিষ্ঠিত রাখুন, একসাথে জান্নাতের অধিকারী বানিয়ে দিন। "

"মারকাযুস সুফফাহ একাডেমি" এর আরবি ভাষা শিক্ষা ব্যাচের একজন গর্বিত ছাত্রী হতে পেরে আমি সম্মানিত। এটি কেবল একটি সাধারণ অনলাইন মাদ্রাসা নয় বরং এটি সুফফার মহৎ আদর্শ দ্বারা অনুপ্রাণিত একটি দূরদর্শী এবং অনন্য প্রতিষ্ঠান, যেখানে শিক্ষাকে সর্বোচ্চ যত্ন, আন্তরিকতা এবং দায়িত্বের সাথে লালন করা হয়। আলহামদুলিল্লাহ, এই প্রতিষ্ঠানটি তার শিক্ষার্থীদের বৃদ্ধি এবং সাফল্যের প্রতি পূর্ণ প্রতিশ্রুতি সহ খাঁটি জ্ঞান প্রদানের লক্ষ্যে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে।

মারকাযুস সুফফাহ একাডেমির স্মৃতি !









মারকাযুস সুফফাহ একাডেমি সম্পর্কে আরও জানুন…
মারকাযুস সুফফাহ একাডেমি আহলে সুফফাহ থেকে অনুপ্রাণিত একটি দ্বীনি প্রতিষ্ঠান। এটি সেই ধারাবাহিকতার ভিত্তিতে পরিচালিত, যা রাসূলুল্লাহ ﷺ-এর সুফফাহ‘তে উস্তায ও সাগরেদের মধ্যে দৃঢ়ভাবে বিদ্যমান ছিল।
বর্তমানে অনেক অফলাইন দ্বীনি প্রতিষ্ঠান এই ধারাবাহিকতা বজায় রাখলেও, কোর্সভিত্তিক অনলাইন দ্বীনি প্ল্যাটফর্মে সুফফাহ-কেন্দ্রিক মজলিস বা ধারাবাহিক শিক্ষাজগৎ দেখা যায় না। অধিকন্তু, অনলাইন কোর্সের সমাপ্তির সঙ্গে সঙ্গে তালিবে ইলম ও প্রতিষ্ঠানের সম্পর্কও অনেক সময় শেষ হয়ে যায়।
মারকাযুস সুফফাহ একাডেমির চিন্তাধারা সম্পূর্ণ ভিন্ন। এখানে উস্তাযদের সরাসরি তত্ত্বাবধানের মাধ্যমে তালিবে ইলমের সঙ্গে দীর্ঘমেয়াদি সেতুবন্ধন তৈরি করা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে একজন শিক্ষার্থী ইলমের প্রাথমিক স্তর থেকে শুরু করে ইসলামের মৌলিক বিষয়, ফরযে আইন, আরবী ভাষা, অর্থসহ কুরআন তিলাওয়াত ইত্যাদি শিখে জীবনের শেষদিন পর্যন্ত দ্বীনি ইলম অর্জন করতে পারে।
জেনারেল শিক্ষিত,কর্মজীবী পর্যায়ের যেকোনো ইলম পিপাসুদের জন্য উন্মুক্ত। ইলমের প্রতি বিশুদ্ধ নিয়ত রাখা আবশ্যক।
• ক্লাসসমূহ গুগল মিট প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হয়।
• শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী সাবলীল ও অভিনব উপায়ে পাঠদান করা হয়, যাতে সহজে বুঝতে পারে।
• প্রতিটি শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করতে হাজিরা নেয়া হয়।
• ক্লাস শেষে সংক্ষিপ্ত সারসংক্ষেপ প্রদান করা হয়।
• শিক্ষার্থীদের প্রশ্নোত্তর ও অতিরিক্ত ব্যাখ্যার সুযোগ রাখা হয়।
• নিয়মিত রিভিউ ক্লাস ও হোমওয়ার্কের মাধ্যমে শেখা দৃঢ় করা হয়।
• নির্ধারিত সময়ে পরীক্ষার মাধ্যমে পাঠ মূল্যায়ন করা হয়।
তাজবীদ বিভাগ
• সহজ কায়দা
• মাসনূন দোয়া ও আদাব
নাজেরা বিভাগ
• আল কুরআন
• আকীদার সহজ পাঠ
আরবী ভাষা বিভাগ
লেভেল ০১:
• নিজস্ব লিখিত কিতাব
• সহজ ফিকহ (মাসআলা–মাসায়েল)
লেভেল ০২:
• এসো আরবী শিখি, এসো ছারফ শিখি, নিজস্ব লিখিত বিশেষ শীট
• সহজ ফিকহ (মাসআলা–মাসায়েল)
সহযোগী কার্যক্রম
মাসিক তালিম এবং বিশেষ দারসে আদব, আখলাক ও বিভিন্ন দ্বীনি বিষয়ের পাঠদান।
১. ভর্তিচ্ছু বিভাগে প্রবেশ করুন।
২. সিলেবাস ও পাঠদান পদ্ধতিসহ বর্ণিত তথ্য ভালোভাবে পড়ে নিন।
৩. নিচে দেয়া Enroll Now বাটনে ক্লিক করে গুগল ফর্মে প্রবেশ করুন।
৪. ফর্মে উল্লেখিত শিক্ষার্থীর শর্তাবলী ও গুণাবলী মনোযোগ দিয়ে পড়ুন।
৫. প্রয়োজনীয় সব তথ্য সঠিকভাবে পূরণ করুন।
৬. ফর্মে উল্লিখিত Bkash/Nagad নাম্বারে প্রযোজ্য ফি Send Money করুন।
৭. ট্রানজেকশন নাম্বার বা মোবাইল নাম্বারটি উল্লেখ করুন।
৮. ফর্মটি Submit করুন।
৯. ভর্তি নিশ্চিত হতে এবং WhatsApp গ্রুপে যুক্ত হতে পেমেন্টকৃত নাম্বারে মেসেজ(WhatsApp) দিন।
১০. WhatsApp গ্রুপে ক্লাস শুরুর তারিখ, সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা জানিয়ে দেয়া হবে।
