দান করুন
Home
দান করুন
আপনার দান আমাদের প্রতিষ্ঠানের দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা এবং প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য ব্যয় করা হবে ইনশাআল্লাহ।
দানের ফজিলত
আল্লাহ তাআলা বলেন— “যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে, তাদের দৃষ্টান্ত সেই বীজের মতো, যা থেকে সাতটি শীষ জন্মায় এবং প্রতিটি শীষে থাকে একশত দানা।(সূরা বাকারা: ২৬১) রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন “সদকা গুনাহ নিভিয়ে দেয়, যেমন পানি আগুন নিভিয়ে দেয়।” (তিরমিজি) “দান, সম্পদ কমায় না।” (মুসলিম) মারকাযুস সুফফাহ একাডেমি সম্পর্কে মারকাযুস সুফফাহ একাডেমি একটি বিশ্বস্ত ও অলাভজনক দ্বীনি প্রতিষ্ঠান। যা দেশের শীর্ষস্থানীয় আলেমদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। একাডেমি প্রচলিত ধারার শুধু কোর্সের আয়োজন করে না; বরং দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে অনলাইন ও অফলাইনে আহলে সুফফার আদলে তালিবে ইলমদের সরাসরি উস্তাযদের সোহবতে রেখে, ইলমের প্রাথমিক স্তর থেকে ধাপে ধাপে মাধ্যমিক স্তর পর্যন্ত শেখানো হয়। এর মাধ্যমে তাদেরকে দ্বীন ইসলামের প্রকৃত খেদমতের উপযোগী করে গড়ে তোলা হয়। মারকাযুস সুফফাহ কেন অনুদান গ্রহণ করে? ◑ অসচ্ছল ও আর্থিকভাবে দুর্বল কিন্তু ইলমের প্রতি গভীর আগ্রহী – এমন তালিবে ইলমদের সর্বোচ্চ ছাড়ে পড়াশোনার সুযোগ করে দেওয়া হয়। প্রয়োজনে তাদেরকে সরাসরি আর্থিক সহায়তাও প্রদান করা হয়। ◑ জেনারেল শিক্ষিত কর্মজীবীদের মাঝে ফরজে আইন ইলম সহজভাবে পৌঁছে দিতে বই ও পুস্তিকা প্রকাশ করা হয়। ◑ ইসলামবিরোধী বিভিন্ন মতবাদ ও ভ্রান্ত ধারণার মোকাবেলায় লিফলেট প্রকাশ, দাওয়াতি ক্যাম্পেইন, অনলাইন ও অফলাইনে প্রশিক্ষণ পরিচালনা করা হয়। দাতাদের জ্ঞাতার্থে ◑ অনুদানের ক্ষেত্রে আমরা পূর্ণ স্বচ্ছতা বজায় রাখি। প্রতিটি দানের টাকা সঠিক খাতে ব্যয় করা হয়। ◑ নিয়মিত ব্যয়ের হিসাব সংরক্ষণ করা হয় এবং দাতাদেরকে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অবহিত করা হয়। আল্লাহর পথে খরচ করা কখনোই বৃথা যায় না। আপনার ছোট্ট দানও হতে পারে কোনো তালিবে ইলমের জন্য বড় সহায়তা, কোনো দ্বীনি কাজের জন্য শক্তিশালী অবদান। আসুন, দানের মাধ্যমে এই খেদমতে শরিক হই এবং আখিরাতের মূলধন সংগ্রহ করি। ।
ব্যাংক অ্যাকাউন্ট
Rangpur Branch
Account Number: 2050117004662318
রকেট (Rocket) এটা পার্সোনাল নাম্বার, এ নাম্বারটি শুধু অনুদানের জন্যই ব্যবহার হবে।
মারকাযুস সুফফাহ একাডেমি সম্পর্কে আরও জানুন…
মারকাযুস সুফফাহ একাডেমি আহলে সুফফাহ থেকে অনুপ্রাণিত একটি দ্বীনি প্রতিষ্ঠান। এটি সেই ধারাবাহিকতার ভিত্তিতে পরিচালিত, যা রাসূলুল্লাহ ﷺ-এর সুফফাহ‘তে উস্তায ও সাগরেদের মধ্যে দৃঢ়ভাবে বিদ্যমান ছিল।
বর্তমানে অনেক অফলাইন দ্বীনি প্রতিষ্ঠান এই ধারাবাহিকতা বজায় রাখলেও, কোর্সভিত্তিক অনলাইন দ্বীনি প্ল্যাটফর্মে সুফফাহ-কেন্দ্রিক মজলিস বা ধারাবাহিক শিক্ষাজগৎ দেখা যায় না। অধিকন্তু, অনলাইন কোর্সের সমাপ্তির সঙ্গে সঙ্গে তালিবে ইলম ও প্রতিষ্ঠানের সম্পর্কও অনেক সময় শেষ হয়ে যায়।
মারকাযুস সুফফাহ একাডেমির চিন্তাধারা সম্পূর্ণ ভিন্ন। এখানে উস্তাযদের সরাসরি তত্ত্বাবধানের মাধ্যমে তালিবে ইলমের সঙ্গে দীর্ঘমেয়াদি সেতুবন্ধন তৈরি করা হয়। এই প্রক্রিয়ার মাধ্যমে একজন শিক্ষার্থী ইলমের প্রাথমিক স্তর থেকে শুরু করে ইসলামের মৌলিক বিষয়, ফরযে আইন, আরবী ভাষা, অর্থসহ কুরআন তিলাওয়াত ইত্যাদি শিখে জীবনের শেষদিন পর্যন্ত দ্বীনি ইলম অর্জন করতে পারে।
জেনারেল শিক্ষিত,কর্মজীবী পর্যায়ের যেকোনো ইলম পিপাসুদের জন্য উন্মুক্ত। ইলমের প্রতি বিশুদ্ধ নিয়ত রাখা আবশ্যক।
জেনারেল শিক্ষিত,কর্মজীবী পর্যায়ের যেকোনো ইলম পিপাসুদের জন্য উন্মুক্ত। ইলমের প্রতি বিশুদ্ধ নিয়ত রাখা আবশ্যক।
চলমান কোর্স(ছেলে-মেয়ে উভয়):
- আরবি ভাষা শিক্ষা
- কুরআন নাজেরা শিক্ষা
পরিকল্পিত কোর্সসমূহ(নারী ও পুরুষের জন্য পৃথক ব্যাচ):
- হিফজুল কুরআন বিভাগ
- সন্ধ্যাকালীন দ্বীনি শিক্ষা কোর্স
- আকীদাহ ও ফিকহ মাস্টারক্লাস
- তাফসীর ও হাদীসের ধারাবাহিক পাঠ
- সীরাতুন্নবী (ﷺ) ও ইসলামি ইতিহাস
- আদব ও আখলাক বিষয়ক পাঠ
- শর্ট কোর্স: রমজান স্পেশাল, দোয়া-যিকর, নিকাহ(বিয়ে), ইসলামী অর্থনীতি ইত্যাদি
১. ভর্তিচ্ছু বিভাগে প্রবেশ করুন।
২. সিলেবাস ও পাঠদান পদ্ধতিসহ বর্ণিত তথ্য ভালোভাবে পড়ে নিন।
৩. নিচে দেয়া Enroll Now বাটনে ক্লিক করে গুগল ফর্মে প্রবেশ করুন।
৪. ফর্মে উল্লেখিত শিক্ষার্থীর শর্তাবলী ও গুণাবলী মনোযোগ দিয়ে পড়ুন।
৫. প্রয়োজনীয় সব তথ্য সঠিকভাবে পূরণ করুন।
৬. ফর্মে উল্লিখিত Bkash/Nagad নাম্বারে প্রযোজ্য ফি Send Money করুন।
৭. ট্রানজেকশন নাম্বার বা মোবাইল নাম্বারটি উল্লেখ করুন।
৮. ফর্মটি Submit করুন।
৯. ভর্তি নিশ্চিত হতে এবং WhatsApp গ্রুপে যুক্ত হতে পেমেন্টকৃত নাম্বারে মেসেজ(WhatsApp) দিন।
১০. WhatsApp গ্রুপে ক্লাস শুরুর তারিখ, সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা জানিয়ে দেয়া হবে।
