8 Month
3 Days
1-1.5 Hours
পাঠদান পদ্ধতি—
• নাজেরা ১ম পর্ব : এই পর্বে তিন মাস ভেঙে ভেঙে আল কুরআনের শুদ্ধ উচ্চারণ অনুশীলন করানো হবে। শেষে পরীক্ষার মাধ্যমে বাছাইয়ের পর উত্তীর্ণ শিক্ষার্থীরা নাজেরা ২য় পর্বে উন্নীত হবেন।
• নাজেরা ২য় পর্ব:দ্বিতীয় ধাপে শিক্ষার্থীরা তিন মাসব্যাপী শব্দে শব্দে মাশক করবে। পরিশেষে পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত করা হবে।
• নাজেরা ৩য় ও সর্বশেষ পর্ব : এই পর্বে উত্তীর্ণ হওয়া প্রতিটি তালিবে ইলম নিজ থেকেই পড়ার যোগ্যতা অর্জন করবে এবং উস্তায/উস্তাযার তত্ত্বাবধানে থেকে পূর্ণাঙ্গ নাজেরা সম্পন্ন করবে।
নির্ধারিত সময়ের মাঝে যদি কোনো তালিবে ইলম পূর্ণাঙ্গ নাজেরা সম্পন্ন করতে ব্যর্থ হোন,তাহলে অতিরিক্ত ২/৩ মাস মেহনতের মাধ্যমে তাকেও নাজেরা সম্পন্ন করানো হবে।
সিলেবাস :
• সহজ কায়দা
• আকিদার সহজ পাঠ
• মাসনুন দোয়া ও আদাব
ক্লাস পরিচালনা :
• গুগল মিট প্লাটফর্ম
• সর্বোচ্চ দ্বীনি পরিবেশ নিশ্চিত করা
• সার্বক্ষণিক তদারকির জন্য গ্রুপ প্রতিনিধি নির্বাচন
• বিশেষ প্রয়োজনে উস্তাযদের সাথে ব্যক্তিগত যোগাযোগের সুযোগ
• সপ্তাহে ৩টি ক্লাস এবং সর্বমোট ৯০টি লাইভ ক্লাস
• প্রতি ব্যাচের ব্যাপ্তি সর্বোচ্চ ৮ মাস
• ক্লাসে প্রত্যেক তালিবে ইলমের উপস্থিতি বাধ্যতামূলক
• ক্লাস রেকর্ড প্রদান ( মাশ্ক এর শুধু )
• অনুশীলনী গ্রুপে নিয়মিত পড়া আদায়
• গ্রুপ প্রতিনিধির সমন্বয়ে নিয়মিত অনুশীলনী ক্লাস
• ক্লাসের বাইরেও সার্বক্ষণিক গ্রুপ সাপোর্ট
• নিয়মিত পরীক্ষার আয়োজন
• স্তরভিত্তিক নির্দিষ্ট নিয়মে পাঠদান
• প্রতি স্তর শেষে পরীক্ষার মাধ্যমে বাছাই
• উত্তীর্ণদের পরবর্তী স্তরে উন্নীতকরণ এবং সর্বশেষ চূড়ান্ত পরীক্ষার মাধ্যমে পূর্ণাঙ্গ নাজেরা সম্পন্ন
1. নিচে দেয়া Enroll Now বাটনে ক্লিক করে গুগল ফর্মে প্রবেশ করুন।
2. প্রয়োজনীয় সব তথ্য সঠিকভাবে পূরণ করুন।
3. ফর্মে উল্লিখিত Bkash/Nagad নাম্বারে প্রযোজ্য ফি Send Money করুন।
4. ট্রানজেকশন নাম্বার বা মোবাইল নাম্বারটি উল্লেখ করুন।
5. ফর্মটি Submit করুন।
6. আপনার ভর্তি নিশ্চিত হতে এবং WhatsApp গ্রুপে যুক্ত হতে পেমেন্টকৃত নাম্বারে মেসেজ(WhatsApp) দিন।
7. WhatsApp গ্রুপে ক্লাস শুরুর তারিখ, সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা জানিয়ে দেয়া হবে।
প্রয়োজনে যোগাযোগ করুন 01873941867 (হোয়াটস অ্যাপ)
© Copyright 2025 Markazus Suffah – All Rights Reserved. Developed By Marketitor