3 Month
3 Days
1-1.5 Hours
যাদের জন্য এই বিভাগটি –
এই বিভাগ মূলত তাদের জন্য, যারা নাজেরা বিভাগে ভর্তি হয়েছেন কিন্তু আরবী হরফ চিনতে সমস্যায় পড়েন কিংবা মাখরাজ, মাদ ও গুন্নাহর সঠিক ব্যবহার জানেন না। তাদের সুবিধার্থে নাজেরা বিভাগের সকল তালিবে ইলমকে কোনো ভর্তি ফি ছাড়াই ৩ মাসব্যাপী তাজবীদ বিভাগে বিশেষ ক্লাস করানো হবে। এই সময়কাল শেষে তারা স্বয়ংক্রিয়ভাবে নাজেরা বিভাগে উন্নীত হবেন।
সিলেবাস :
• সহজ কায়দা
•মাসনুন দোয়া ও আদাব যে যে
বিষয়গুলো পড়ানো হবে—
• বিশুদ্ধ উচ্চারণে হরফ শেখানো
• সিফাত সহকারে হরফ
• মাদ–গুন্না
• ’র’(ر) ও আল্লাহ الله শব্দের ل এর পুর–বারিক
• কিছু মৌলিক সূরা
• চূড়ান্ত পরীক্ষার মাধ্যমে নাজেরা পর্বে উন্নীত করা।
প্রয়োজনে যোগাযোগ করুন 01873941867 (হোয়াটস অ্যাপ)
© Copyright 2025 Markazus Suffah – All Rights Reserved. Developed By Marketitor